পৃথিবীর দীর্ঘতম দেয়ালিকা কর্মসূচি

পৃথিবীতে হাজার হাজার ভাষার মধ্যে যে ভাষাটি সবচেয়ে মর্যাদাপূর্ণ, সেটি বাংলা ভাষা। পৃথিবীরএকমাত্র ভাষা যার ইতিহাসকে অম্লান করে রাখতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।। যে বাংলা ভাষাকে পৃথিবীতে সবচেয়ে মর্যাদার আসনে বসানো হয়েছে, তার কাছে আমাদের আজীবনের অশোধ্য ঋণ। সে ঋণের ভার কিছুটা প্রশমিত করার স্বপ্ন আজ প্রাণে আঘাত করে, চঞ্চল করে তোলে চিত্ত। এ স্বপ্নই আজ আমাদের উজ্জীবিত করে চলেছে এক বিস্ময় সৃষ্টির আকাঙ্ক্ষায়। বাংলার সুবাস পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয়ার স্বপ্নে তাই হৃদয় আজ বিভোর।
আর তাই, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ভাষায় রচিতহবে পৃথিবীর দীর্ঘতম দেয়ালিকা এ লক্ষ্যে আজ ১৬ নভেম্বর, ২০১১, বুধবার আমরা নিম্নোক্ত স্বাক্ষরকারীগণ সৃজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে সাগ্রহে ব্রতী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হবে বিশ্বের দরবারে নতুনভাবে বাংলাদেশ ও বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরা।
পরিকল্পনাকারী:
১. মো: ওয়াহেদুজ্জামান সবুজ
২. মো: শফিকুল ইসলাম (রূপম)
৩. মো: মোয়াজ্জেম হোসেন (লিটু)
কার্যনির্বাহী পর্ষদ:
১. মো: ওয়াহেদুজ্জামান সবুজ
পিতা: মো: আব্দুল মজিদ
১২, বাঘা যতিন রোড, আড়–য়াপাড়া, কুষ্টিয়া।
মোবাইল: +৮৮০১৭১৯২৭০৭৭২
২. মো: শফিকুল ইসলাম (রূপম)
পিতা: মো: আকরামুল ইসলাম
৬, সুরেন্দ্রনাথ সরকার লেন, কোর্টপাড়া, কুষ্টিয়া।
মোবাইল: +৮৮০১৯২২৩৮০৬৯৮
৩. মো: মোয়াজ্জেম হোসেন (লিটু)
পিতা: মো: মোশাররফ হোসেন
২১/ক, অর্জুনদাস আগরওয়ালা সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া।
মোবাইল: +৮৮০১৯৭৭১৭৬৫৯৮
৪. মো: মোস্তাফিজুর রহমান সবুজ
পিতা: মো: শফিউল ইসলাম
৮/১, আর সি সি রোড, দেশওয়ালীপাড়া, কুষ্টিয়া
মোবাইল: +৮৮০১১৯৩০৭৫৭২২
৫. মো: শওকত আলী
পিতা: মো: কাওসার মণ্ডল
গ্রাম: বেড় বারাদী, হরিনারাণপুর, ইসলামী বিশ্বদ্যিালয়, কুষ্টিয়া।
মোবাইল: +৮৮০১১৯১৮১২০৫৮
৬. মো: খাইরুল আলম (সবুজ)
পিতা: মো: খবির উদ্দিন শেখ
ব্লক সি, বাসা নং ৪৬, হাউজিং এস্টেট, কুষ্টিয়া।
মোবাইল: +৮৮০১৭২৭৯০৩৬৪৩
উদ্দেশ্য ও কর্ম-পরিকল্পনাসমূহ:
উদ্দেশ্য:
১. তরুণ প্রজন্মকে শিল্প ওসংস্কৃতিমুখী করা।
২. বাংলাদেশের সকল সময়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এদেশের সামগ্রিক সময়ভিত্তিক সামাজিক ও জাতীয় অবস্থান ও প্রেক্ষাপট তুলে ধরা।
৩. সকল স্তরের মানুষের জীবনাচরণ, তাদের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্নতার চিত্র তুলে ধরা।
৪. এদেশের ভাষা ও সংস্কৃতির স্বরূপ বিধৃত করা।
৫. সর্বোপরি, বিশ্বের দরবারে নতুনভাবে বাংলাদেশও বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরা।
কর্ম-পরিকল্পনাসমূহ:
ক) প্রচার:
১. ইন্টারনেট
২. প্রিন্ট মিডিয়া
৩. ইলেক্ট্রনিক মিডিয়া
৪. দেশব্যাপী ক্যাম্পেইন
৫. পোস্টার
৬. লিফলেট
খ) লেখা সংগ্রহ:
১. দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
২. বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস
৩. দেশের সুধীসমাজ
৪. দেশের শহর ও গ্রামাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলসমূহেও সরাসরি ক্যাম্পেইনের মাধ্যমে লেখা সংগ্রহ।
গ) দেয়ালিকা প্রস্তুতি:
১. প্রাথমিক কার্যক্রম ও প্রচার-প্রচারণা শুরু: ১৭ নভেম্বর, ২০১১।
২. সামগ্রিক প্রচার কার্যক্রম, ক্যাম্পেইন ও লেখা সংগ্রহ কার্যক্রম: ১৮নভেম্বর, ২০১১ থেকে ৩০ নভেম্বর, ২০১১।
৩. লেখা যাচাই-বাছাই ও সম্পাদনা কার্যক্রম: ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, ২০১১।
৪. মনোনিত লেখাসমূহ নতুনভাবে হাতে লেখা কার্যক্রম শুরু: ৪ ডিসেম্বর, ২০১১।
৫. দেয়ালিকা প্রকাশের তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১১ (বিজয় দিবস)।
৬. দেয়ালিকা প্রকাশের স্থান: কুষ্টিয়া স্টেডিয়াম।
ঘ) দেয়ালিকা প্রদর্শন:
১. কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান
২. কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন
৩. ঢাকা মহানগরির সকল গুরুত্বপূর্ণ স্থান
৪. দেশের সকল বিভাগীয় শহরএবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ
৫. দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
আমাদের সৃষ্টি নিয়ে স্বপ্ন:
১.দেয়ালিকার সমগ্র লেখা গ্রন্থ আকারে প্রকাশ।
২.দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে বাংলা ভাষাকে সুদৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করা।
৩.গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাওয়া
উপদেষ্টা পর্ষদ:
১.বনমালী ভৌমিক জেলা প্রশাসক, কুষ্টিয়া।
২.মফিজ উদ্দিন আহম্মেদ পুলিশ সুপার, কুষ্টিয়া।
৩.আনোয়ার আলী মেয়র, কুষ্টিয়া পৌরসভা।
৪.মো: মজিবর রহমান এম ডি, বিআরবি।
৫.এ্যাডভোকেট আলাউদ্দিন
৬.ডা: মনির এম ডি, সনো টাওয়ার।
৭.ডা: রতন
৮. সভাপতি, চেম্বার অব কমার্স
৯. অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ
১০. অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ
১১.নিভা রাণী পাঠক প্রধান শিক্ষক, কুষ্টিয়া জিলা স্কুল
১২. প্রধান শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
১৩. প্রধান শিক্ষক, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ
১৪.ম. মনিরুজ্জামান
১৫.রবিউল হোসাইন কবি
১৬.অধ্যাপক হাবিব আনিসুর রহমান
১৭.ফরিদা পারভীন বিশ্বখ্যাত লালন গীতি শিল্পী
১৮.কৃষ্ণকলি সংগীতশিল্পী
১৯.আবু তৈয়ব পচু নাট্যকর্মী
২০.নুরুল ইসলাম দুলাল এ্যাডভোকেট
২১.শুক দেব সাহা
২২.অনুপ কুমার নন্দী এ্যাডভোকেট
২৩.অশোক সাহা কণ্ঠশিল্পী
২৪.সৈয়দা হাবিবা
২৫.আলম আরা জুঁই কবি
২৬.শেখ হালিমা জব্বার
২৭.শেখ আবুল কাসেম
২৮.তারিফ হোসেন ডাবলু
২৯.আকামুদ্দিন
৩০.মুহম্মদ জাফর ইকবাল বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ
৩১.নির্মলেন্দু গুণ বিশিষ্ট কবি
৩২.মারজুক রাসেল বিশিষ্ট অভিনেতা ও কবি
৩৩.ধ্রুব এষ বিশিষ্ট কবি
৩৪.ড. আবুল বারাকাত বিশিষ্ট অর্থনীতিবিদ
৩৫.ড. আবুল আহসান চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন ও লোকসাহিত্য গবেষক
৩৬.অধ্যাপক ড. আলাউদ্দিন ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়
৩৭.অধ্যাপক ড. জমির উদ্দিন বিশিষ্ট নজরুল গবেষক
৩৮.আনিসুল হক বিশিষ্ট কথাসাহিত্যিক
৩৯.ইমদাদুল হক মিলন বিশিষ্ট ঔপন্যাসিক
লিখন কর্মীবন্ধু
১.উল্লাস
২.নাহিদ
৩.লিমা
৪.দোলা
৫.সুহি
৬.শর্মী
৭.সৌমিক আজিজ
৮.তমা
৯.বাদশা
১০.রিংকু
১১.ওলিজা
১২.মিম
১৩.জেম্স
১৪.স্বাক্ষর
১৫.চম্পা
১৬.ছন্দা

Comments

Popular posts from this blog

গাঁজা প্রস্তুতি

তোমায় দিলাম (মহীনের ঘোড়াগুলি)

অ্যান্ড্রয়েডে পাইথন!