পৃথিবীতে হাজার হাজার ভাষার মধ্যে যে ভাষাটি সবচেয়ে মর্যাদাপূর্ণ, সেটি বাংলা ভাষা। পৃথিবীরএকমাত্র ভাষা যার ইতিহাসকে অম্লান করে রাখতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।। যে বাংলা ভাষাকে পৃথিবীতে সবচেয়ে মর্যাদার আসনে বসানো হয়েছে, তার কাছে আমাদের আজীবনের অশোধ্য ঋণ। সে ঋণের ভার কিছুটা প্রশমিত করার স্বপ্ন আজ প্রাণে আঘাত করে, চঞ্চল করে তোলে চিত্ত। এ স্বপ্নই আজ আমাদের উজ্জীবিত করে চলেছে এক বিস্ময় সৃষ্টির আকাঙ্ক্ষায়। বাংলার সুবাস পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয়ার স্বপ্নে তাই হৃদয় আজ বিভোর। আর তাই, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ভাষায় রচিতহবে পৃথিবীর দীর্ঘতম দেয়ালিকা এ লক্ষ্যে আজ ১৬ নভেম্বর, ২০১১, বুধবার আমরা নিম্নোক্ত স্বাক্ষরকারীগণ সৃজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে সাগ্রহে ব্রতী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হবে বিশ্বের দরবারে নতুনভাবে বাংলাদেশ ও বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরা। পরিকল্পনাকারী: ১. মো: ওয়াহেদুজ্জামান সবুজ ২. মো: শফিকুল ইসলাম (রূপম) ৩. মো: মোয়াজ্জেম হোসেন ...